ভর্তির নিয়মাবলী
১। ভর্তি পরীক্ষায় কৃতকার্য হলে ২৯ ডিসেম্বর, ২০২৩ হতে ৩১ ডিসেম্বর, ২০২৩ এর মধ্যে ভর্তি হতে হবে।
২। ভর্তির সময় নিম্নের কাগজগুলো সংযুক্ত করতে হবে:
ক) অনলাইন থেকে প্রাপ্ত আবেদন ফরমের প্রিন্ট কপি
খ) জন্মনিবন্ধনের ফটোকপি
গ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
ঘ) পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
ঙ) ইয়াতিম হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পিতার মৃত্যুসনদ
চ) ছাড়পত্র (পূর্বে যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করত)
[বি: দ্র: উপরোক্ত কাগজগুলো ব্যতিত ভর্তি গ্রহন করা হবে না।]
৩। ভর্তি ফি-এর সাথে জানুয়ারি মাসের মাসিক বেতন, বোর্ডিং ফি ও ব্যবস্থাপনা ফি প্রদান করতে হবে।
৪। ভর্তি ফি বাঁকী রেখে ভর্তি করানো হয় না।
ভর্তি পরীক্ষা বিষয়ক নির্দেশিকা
১। ১৫ বছরের নিচে যেকোনো ছাত্র সাবলীলভাবে কুরআন তেলাওয়াত করতে না পারলে অবশ্যই মা‘হাদ শ্রেণিতে পড়া বাধ্যতামূলক।
২। ভর্তি পরীক্ষা লিখিত ও মৌখিক হবে।
৩। ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারীদের মেধা তালিকার ভিত্তিতে ভর্তি করা হবে।
৪। যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক, তার পূর্বের শ্রেণির পাঠ্যবই থেকে পরীক্ষা নেওয়া হবে।
৫। আরবী, বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের উপর পরীক্ষা হবে।
৬। হিফযের ক্ষেত্রে: কুরআন মাজীদ ও তাজবীদ হতে জিজ্ঞাসা করা হবে।
৭। আবাসিক থাকার ক্ষেত্রে বয়স কমপক্ষে ৯ বছর হতে হবে (নিজে খাওয়া-দাওয়া, প্রস্রাব-পায়খানা, বিছানাপত্র গোছানো ইত্যাদি নিজে করতে পারলে ভর্তি হতে পারবে।)
যোগাযেগের ঠিকানা:
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
বীরহাটাব, হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
মোবাইল নং- ০১৯৪৭-৯০৫৫৭০, ০১৭৩৮-৫৬০৬৯৮
ইমেইল : jamiahsalafiyahnar@gmail.com
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
মোবাইল নং- ০১৪০৭-০২১৮২২
ইমেইল : jamiahraj.edu@gmail.com
নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত