এদেশে প্রয়োজন এমন শিক্ষা প্রতিষ্ঠান, যা সাড়ে চৌদ্দশত বছর পূর্বের শিরক-বিদ‘আত মুক্ত ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করবে। যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হবে সত্য ও ন্যায়ের উজ্জ্বল নক্ষত্র। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আদর্শে উজ্জীবিত দুর্জয় কারী। সালাফে-ছালেহীনের আদর্শের ধারক-বাহক এবং ইসলামের বিশুদ্ধ আক্বীদা রক্ষার অতন্দ্রপ্রহরী। একবিংশ শতাব্দীতে ইসলাম বিরোধী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। মিথ্যা ও ভ্রান্তি থেকে উত্তরণের ক্ষেত্রে মুক্তিকামী মানুষের আস্থার প্রতীক। প্রগতি ও অবাধ স্বাধীনতার বিষাক্ত ছোবলে আক্রান্ত জনতাকে তারা মুক্তির মোহনায় পৌঁছিয়ে দেবে এবং পাপ-পঙ্কিলতা আর অন্যায়ে নিমজ্জিত জনগোষ্ঠীকে ইসলামের ছায়াতলে আশ্রয় দেবে। এই প্রতিষ্ঠান থেকে লেখক, গবেষক, বাগ্মী বের হবে এবং কুরআন ও ছহীহ হাদীছের পতাকা নিয়ে দেশে-বিদেশে ছুটে বেড়াবে। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি ঘরে ঘরে সত্যিকার ইসলামের দা‘ওয়াত পৌঁছানোর বিরামহীন প্রচেষ্টা চালাবে। তাই শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ এরকমই প্রতিষ্ঠানের স্বপ্ন নিয়ে ২০১৩ সালের ২৪ আগস্ট হাটাব, বীরহাটাব-বিরাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে এবং ২০১৬ সালের ১৭ ফেব্রয়ারি ডাঙ্গীপাড়া, পবা, শাহমখদুম, রাজশাহীতে মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’ নামে বালক ও বালিকা শাখা সম্বলিত পৃথক পৃথক দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
আব্দুর রাযযাক বিন ইউসুফ
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী
২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শিশু শ্রেণি হতে কুল্লিয়্যাহ পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১৭০০ জন। রাজশাহী মহানগরীর নওদাপাড়া (আমচত্বর) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে শাহমখদুম থানার পবা পোস্ট অফিসের অন্তর্গত ডাঙ্গীপাড়া গ্রামে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
বীরহাটাব, হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
২০১৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শিশু শ্রেণি হতে ছানোবিয়্যাহ পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১২০০ জন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বিরাব পোস্ট অফিসের অন্তর্গত স্থানীয় বেলদী বাজারের প্রায় ১ কিলোমিটার পশ্চিমে বীরহাটাব-হাটাব গ্রামদ্বয়ের মধ্যস্থলে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শিশু শ্রেণি হতে কুল্লিয়্যা পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ৯০০ জন। রাজশাহী মহানগরীর নওদাপাড়া (আমচত্বর) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে শাহমখদুম থানার পবা পোস্ট অফিসের অন্তর্গত ডাঙ্গীপাড়া গ্রামে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
তেঘরা, বিরল, দিনাজপুর।
২০২৩ সাল থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরম্ভ হয়। এই প্রতিষ্ঠানটি বৃহত্তম দিনাজপুর জেলার অন্তর্গত বিরল উপজেলার তেঘরা নামক স্থানে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী
২০১৮ সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি বর্তমানে ২ তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মসজিদটির প্রতি তলায় একসাথে ৩০০০ মুসল্লি ছালাত আদায় করতে পারে। আল জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা রাজশাহী বালক শাখায় মসজিদটি অবস্থিত।
নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত